শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৩ (বাসস) : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া ৩৪তম আন্তর্জাতিক আইটেক্স প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছে এটুআই ও বাংলাদেশ দল। আন্তর্জাতিক পরিমন্ডলে বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনের প্রসার ও প্রচারের লক্ষ্যে আইটেক্স অর্থাৎ ইন্টারন্যাশনাল ইনভেনশন, ইনোভেশন এন্ড টেকনোলজি এক্সিবিশন আয়োজন করা হয়। এ আয়োজনের মধ্যদিয়েই উদ্ভাবনমূলক নতুন-নতুন প্রজেক্টে’র প্রতিযোগিতা ও বিকাশ ঘটে।
কুয়ালালামপুরে আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দু’দিনব্যাপী এ এক্সিবিশনে বাংলাদেশের আইসিটি বিভাগের এসপায়ার টু ইনোভেট-‘এটুআই’ ও বাংলাদেশ দল অংশ নিয়েছে।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার বৃহস্পতিবার প্রতিযোগিতার স্থান পরিদর্শন এবং বাংলাদেশ দলের ৬টি বুথের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানিয়ে বলা হয়, হাই-কমিশনার এ সময় বাংলাদেশ বুথের প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং বাংলাদেশ দলের প্রস্তুতির খোঁজখবর নেন ও সফলতা কামনা করেন।