শিরোনাম
ঢাকা, ১১ মে, ২০২৩ (বাসস) : নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে রাখার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদে বিরোধী দলের নেতা বেগম রওশন এরশাদ এমপি।
আজ এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানিয়ে বলেন, গত কয়েক দিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার ব্যাপারে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরেও সেটা মানা হচ্ছে না। বিক্রেতারা নির্ধারিত মূল্যের বেশী দামে পন্য বিক্রি করছে । অসাধু বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলে তিনি বিবৃতিতে উল্লেখ করেন।
বিরোধী দলের নেতা অবিলম্বে সরকারকে সিন্ডিকেট সমুহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, টিসিবর দ্রব্য সামগ্রী আরো সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণ করতে সরকারের উদ্যোগ জোরদার করতে হবে।