শিরোনাম
ঢাকা, ১২ মে, ২০২৩ (বাসস): বাংলাদেশ এসোসিয়েশন অফ সোশ্যাল কমিউনিকেশনের ( বাসকম) ১৫ সদস্য বিশিষ্ট নতুন কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে ।
বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামের ( বিসিসিপি) কার্যালয়ে বাসকম সদস্যদের বার্ষিক সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাসকম’র বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কার্য্য নির্বাহী কমিটি গঠন করা হয়।
সভায় সদস্যদের সর্বসম্মতিতে তিন বছর মেয়াদি ২০২৩-২০২৫ সাল পর্যন্ত শাহিদ হোসেনকে বাসকম’র সভাপতি, ইসরাত জেরিনকে সহ সভাপতি এবং পারভেজ বাবুলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া পীযুষ কুমার বিশ্বাসকে অর্থসচিব, রেহানউদ্দিন আহমেদ রাজুকে যুগ্ন সম্পাদক, আবু হাসিব মোস্তফা জামালকে রির্সোস মোবালাইজেশন সম্পাদক, খায়রুজ্জামান কামালকে নেটওয়ার্ক সম্পাদক এবং শাহ মোহাম্মদ কাউছার আহমেদকে নলেজ ম্যানেজমেন্ট সম্পাদক করা হয়।
কমিটির নির্বাহী সদস্যরা হলেন, ড. ইশতিয়াক হোসেন অর্ণব, জিনিয়া ফেরদৌস, ফারজানা বেগম, কামরুন্নাহার, শারমীন রহমান, অসীম দত্ত ও ড. রওশন জাহান ।
সাধারণ সভায় নবগঠিত কমিটির সদস্যরা সংগঠনের ঊন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।