বাসস
  ১২ মে ২০২৩, ১৮:৪০

রাঙ্গামাটির কাপ্তাইয়ে উদ্ভাবনী উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গামাটি, ১২ মে ২০২৩(বাসস) : জেলার কাপ্তাইয়ে আজ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে উদ্ভাবনী উদ্যোগ পরিদর্শন ও উদ্ভাবনী বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টায় বিউবো-পাউবো প্রকৌশল একাডেমিতে আয়োজিত এ প্রশিক্ষণ উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ-১) মো. অলি উল্লাহর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মুহাম্মদ সোহেল হাসান, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে প্রমুখ উপস্থিত ছিলেন।
এ প্রশিক্ষণে  মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৫ জন অংশগ্রহন করেন।