বাসস
  ১৩ মে ২০২৩, ১৩:৩২

কুমিল্লার বুড়িচংয়ে অভ্যন্তরীন বোরো ধান সংরক্ষণ শুরু

কুমিল্লা (দক্ষিণ), ১৩ মে, ২০২৩ (বাসস) : জেলার বুড়িচং উপজেলার খাদ্য বিভাগ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে  আজ বোরো ধান সংরক্ষণ শুরু হয়েছে। বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার ফিতা কেটে অভ্যন্তরীণ বোরো ধান সংরক্ষণ উদ্বোধন করেন।এসময় তিনি  এক টন ধানের বিক্রয় মূল্য কৃষকের কাছে হস্তান্তর করেন। প্রতি মণ ধানের মূল্য ১২ শত টাকা। মেশিনের সাহায্যে ধানের মান নির্ণয় করা হয়। বুড়িচং উপজেলায় সরকারিভাবে বোরো ধান সংরক্ষণের টার্গেট ১৮ হাজার ৩৬ টন।
এ সময় উপস্থিত ছিলেন খাদ্য নিয়ন্ত্রক আহমেদ হোসেন মজুমদার, বুড়িচং  ভারপ্রাপ্ত  কর্মকর্তা এলএসডি
খাদিজা বেগম,
কংশনগর ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি মোঃ শামীম উদ্দিনসহ খাদ্য বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারী।