বাসস
  ১৩ মে ২০২৩, ১৪:৪৩

ভোলায় ঘূর্ণিঝড় মোখা’: সচেতনতামূলক প্রচারণায় এমপি মুকুল

ভোলা, ১৩ মে, ২০২৩ (বাসস) : ধেয়ে আসা ঘূর্ণিঝড় ‘মোখা’র আঘাত থেকে রক্ষা পেতে জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলায় আজ জন সেচেতনতামূলক প্রচার-প্রচারণায় নেমেছেন স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুল। শনিবার সকাল ৯টা থেকে দুপুর টা পর্যন্ত দৌলতখানের মেঘনা পাড়ের চৌকিঘাট থেকে বেড়িবাঁধ দিয়ে বোরহানউদ্দিনের সেন্টারের বাজার পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলাকায় প্রচারণা চালান তিনি।
সংসদ সদস্য আলী আজম মুকুল সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, আসন্ন ঘূর্ণিঝড় মোখায় ক্ষয়ক্ষতি মোকাবেলায় সব ধরণের ব্যবস্থা নিয়েছে সরকার। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম গঠন করাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে মানুষের নিরাপত্তায়।
এসময় তার সাথে স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।