শিরোনাম
বরিশাল, ১৩ মে, ২০২৩ (বাসস) : বরিশাল থেকে দুরপাল্লারসহ অভ্যন্তরীন রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
বিআিইডব্লিউটিএ-এর সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ শনিবার সকাল থেকে বরিশালের অভ্যন্তরীন রুটে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। সেই সাথে বরিশাল নদী বন্দর এলাকার আশপাশ থেকে বিভিন্ন রুটে যাতায়াতকারী স্পিড বোটগুলোও চলাচল বন্ধ করা হয়েছে। তবে এমনিতেও বরিশাল থেকে দিনের বেলা দূরপাল্লা অর্থাৎ বরিশাল-ঢাকা রুটে লঞ্চ চলাচল করে না। তবে এ লঞ্চ চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে কেন্দ্রীয়ভাবে। তাই সকাল থেকে নদী-বন্দরে দুরপাল্লার ঢাকাগামীসহ বরিশালের বিভিন্ন অভ্যন্তরীন রুটের লঞ্চগুলো পল্টুনে বাদিং করে রাখা হয়েছে।
এদিকে বরিশাল আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, রাতে বরিশাল বিভাগের উপকূলীয় এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র অগ্রভাগের প্রভাব শুরু হতে পারে। এছাড়া অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা’র প্রভাবে বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। পায়রা বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া বরিশাল, পটুয়াখালীসহ উপকূলীয় এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
অপরদিকে, বরিশাল নদী বন্দর এলাকায় সিপিপি বরিশাল আঞ্চলিক অফিসের বিভিন্ন পদের সদস্যরা সতর্ক সংকেতমূলক প্রচার-প্রচারণা করে যাচ্ছে।
এছাড়াও বরিশাল বিভাগের ৬ জেলার বিভিন্ন স্থানে ৩২ হাজার ৫২০ জন সিপিপি’র বিভিন্ন পদের কর্মকর্তা-কর্মচারীকে প্রস্তুত রাখা হয়েছে। জেলায় রেড-ক্রিসেন্ট বিভাগের ৩২০ জন স্টাফের মধ্যে ২৫০ জন মাঠে দায়িত্ব পালন করার কাজে নিয়োজিত রয়েছে।