বাসস
  ১৩ মে ২০২৩, ২০:৩৫

ঠাকুরগাঁওয়ে কৃষকের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে ছাত্রলীগ

ঠাকুরগাঁও, ১৩ মে ২০২৩ (বাসস): জেলার সদর উপজেলায় আজ এক কৃষকের দশকাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। 
আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে নেতা-কর্মিরা। 
এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী-সহ আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহান, জাহাঙ্গীর হোসেন, ফারুক হোসেন সবুজ, হৃদয় রহমান প্রমুখ নেতা-কর্মি উপস্থিত ছিলেন।
কৃষক সাদেকুল ইসলাম জানানা, নগদ অর্থের অভাবে শ্রমিক দিয়ে ধান কাটার সক্ষমতা তার ছিলনা। আজ ছাত্রলীগের নেতা-কর্মীরা তার জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 
এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার জানান, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ি ছাত্রলীগের নেতা-কর্মিরা কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আজ নেতাকর্মীরা মিলে কৃষক সাদেকুল ইসলামের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন।