বাসস
  ১৪ মে ২০২৩, ০৯:৫৫

নাটোরে সুবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নাটোর, ১৪ মে, ২০২৩ (বাসস) : জেলায় আজ  শারীরিক ও মানসিক প্রতিবন্ধী- সুবর্ণ শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে । সকাল আটটায় শংকর গোবিন্দ চৌধুরী ষ্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
প্রতিযোগিতার উদ্বোধন করে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধিতা চ্যালেঞ্জ মোকাবেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। এ চ্যালেঞ্জ মোকাবেলা করে তাদেরকে সমাজের মূল ধারায় সম্পৃক্ত করতে হবে। তাহলে জাতীয় ও আন্তজার্তিক পরিমন্ডলের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়ে তারা দেশের সুনাম বয়ে আনবে-যা হবে অভিভাবকের জন্যে প্রশান্তির।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাছুদুর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জেলা ক্রীড়া অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশের যৌথ আয়োজনে নাটোর সদর উপজেলার দুইটি প্রতিবন্ধী বিদ্যালয়ের ১২০ জন শিক্ষার্থী ফুটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।