বাসস
  ১৫ মে ২০২৩, ১৮:২৩

বরগুনার আমতলীতে সুফলভোগীর মধ্যে বিনামূল্যে ছাগল বিতরণ

বরগুনা, ১৫ মে, ২০২৩ (বাসস): জেলার আমতলী উপজেলায় সোমবার দুপুরে ২০ জন সুফলভোগীর মধ্যে ৪০টি ছাগল বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে।
সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ছাগল, খাবার ওষুধ বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলীর উপজেলা চেয়ারম্যান এড. এম এ কাদের মিয়া। এসময়ে উপস্থিত ছিলেন- আমতলীর উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবর রহমানসহ জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।
আমতলীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হালিমা সরদার জানান, ২০ জন সুফলভোগীর মাঝে উপকরণ, ৪০ টি স্ত্রী ছাগল, ছাগলের খোয়াড়, খাবার ও ওষুধ বিতরণ করা হয়েছে।