বাসস
  ১৫ মে ২০২৩, ১৮:২৯

ঝিনাইদহে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

ঝিনাইদহ, ১৫ মে, ২০২৩ (বাসস):  জেলায় ভর্তুকি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
সোমবার সকালে শহরের ওজোপাডিকো কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবি’র সহকারী পরিচালক আতিকুর রহমান, রাসেল ট্রেডার্সের সত্বাধিকারী রাসেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪১ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নি¤œ আয়ের পরিবারের মধ্যে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৩৬০ টাকায় ২ কেজি মসুরের ডাল ও ২ লিটার সয়াবিন তেল মিলবে এবারের টিসিবি প্যাকেজে।
আগামী ৩১ মে পর্যন্ত চলবে এ কার্যক্রম।