বাসস
  ১৬ মে ২০২৩, ১৬:৪১

বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপনে পিরোজপুরের কর্মসূচি

পিরোজপুর, ১৬ মে, ২০২৩ (বাসস) : বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পিরোজপুরে এক প্রস্তুতি সভা আজ দুপুর ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী ২৩ মে যথাযথভাবে এ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। 
কর্মসূচির মধ্যে- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা রয়েছে। 
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেডক্রিসেন্ট, জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সভাপতির বক্তব্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ^শান্তি পরিষদ জুলিও কুরি শান্তি পদক প্রদান করে। তিনি এদিনটি আনন্দমুখর পরিবেশে পালনে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহবান জানান।