বাসস
  ১৬ মে ২০২৩, ১৬:৪৭

কুড়িগ্রামে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

কুড়িগ্রাম, ১৬ মে, ২০২৩ (বাসস): দেশের উত্তারাঞ্চলের সীমান্ত জেলা কুড়িগ্রামে সরকারিভাবে ধান, চাল, গম সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 
মঙ্গলবার বেলা ১১টায় কর্মসূচির উদ্বোধন করেন- সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নাজমুল হক, কুড়িগ্রাম সদরের ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি(সদর) গোলাম মোস্তফা, মিল মালিক সমিতির সভাপতি আব্দুল হাই রঞ্জু, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রমুখ।
এ বছর চলতি বোরো মৌসুমে সদর উপজেলায় ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৬২ টন এবং চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১২ টন। প্রতিকেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা ও প্রতিকেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৪ টাকা।