শিরোনাম
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ১৬ মে ২০২৩ (বাসস) : জেলায় আজ ক্যান্সার সহ ছয়টি জটিল রোগে আক্রান্ত ১৬৪ জন রোগীর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিকিৎসা সহায়তা হিসাবে ৮২ লাখ টাকার চেক বিতরণ করা হবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের জেলা কার্যালয় আয়োজিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান।
জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্ব আয়োজিত এ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারী-পরিচালক জুলফিকার আলী, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডা. আনিসুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে প্রধান অতিথি জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ২০২২-২০২৩ অর্থবছরে (২য় কিস্তি) ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত জেলার ১৬৪ জন রোগীর মধ্যে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৮২ লাখ টাকার চেক বিতরণ করেন।