বাসস
  ১৬ মে ২০২৩, ২২:২৫

সিসিক নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করেছেন মেয়র পদে ৮ জন কাউন্সিলর পদে ৪১৮ জন  

সিলেট, ১৬ মে, ২০২৩ (বাসস): সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে অংশ নিতে এপর্যন্ত মনোনয়নপত্র ক্রয় করেছেন মেয়র পদে ৮ জন ও কাউন্সিলর পদে ৪১৮ জন প্রার্থী। 
সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয় জানিয়েছে, আজ মঙ্গলবার (১৬ মে) বিকাল ৪টা পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মোট ৪২৬ জন মনোনয়ন ফরম কিনেছেন। 
নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ী গত ২৭ এপ্রিল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন প্রার্থীরা। আগামী ২৩ মে তারিখ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৩ মে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে, আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১ জুন। আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে।