বাসস
  ১৭ মে ২০২৩, ০৯:১৮

কুমিল্লায় বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তি দিবস উদযাপনের কর্মসূচি গ্রহণ

কুমিল্লা, ১৭ মে, ২০২৩ (বাসস) : জেলায় আগামী ২৩ মে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পুরস্কার প্রাপ্তির দিবস উদযাপনের ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পন,দিবসের তাৎপর্যের আলোকে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তি দিবসের উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া এবং সরকারি-বেসরকারী সংস্থার কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।