শিরোনাম
নড়াইল, ১৭ মে, ২০২৩ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফিরে আসেন।
নড়াইলে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে ।
জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে বুধবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।
এসব কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌরমেয়র আঞ্জুমান আরা, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক দেবাশিষ কুন্ডু মিটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, জেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়া, সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল প্রমূখ।
এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।