বাসস
  ১৭ মে ২০২৩, ১৪:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে লক্ষ্মীপুরে র‌্যালি

লক্ষ্মীপুর, ১৭ মে, ২০২৩ (বাসস) : জেলায় আজ  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা শহরে আনন্দ র‌্যালি করেছেন যুবলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়া।
বুধবার সকাল  ১০টায় "রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ" শীর্ষক র‌্যালিটি লক্ষ্মীপুর আদর্শ সামাদ মোড় থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেতাকর্মীরা। সমাবেশ শেষে সোনা মিয়া ঈদগাহ জামে মসজিদে কোরআন খতম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।
জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভুঁইয়ার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা জালাল উদ্দীন রুমি পাটওয়ারী, দিদার হোসেন, গোফরান বাবু, দিপু মাহমুদ,  রাজু হোসেন প্রমুখ।