বাসস
  ১৭ মে ২০২৩, ২১:২৭

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের প্রাণহানি

সিলেট, ১৭ মে, ২০২৩ (বাসস) : সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার দুপুরে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাঙ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় জৈন্তাপুর উপজেলার হেলিরাই (লুৎমাইল) গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে নুরুল ইসলাম (৪৫) ও একই গ্রামের মৃত ইউসূফ মিয়ার ছেলে ছায়াদ আহমদ (৩৫) প্রাণ হারায়। এছাড়া আহত হয়েছেন পিকআপ চালক একই উপজেলার তেলিজুরি গ্রামের রায়হান আহমদ (৪০)।
জৈন্তাপুর থানার ওসি ওমর ফারুক জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌঁছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহত পিকআপ চালককেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সূত্র জানায়, কাটাগাঙ নামক স্থানে জৈন্তাপুর অভিমুখী গরু বোঝাই একটি পিকআপের সাথে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক ও পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন গুরুতর আহত হন।