বাসস
  ১৮ মে ২০২৩, ১২:০১

গোপালগঞ্জের ট্রাকের ধাক্কায় ঠিকাদার নিহত : আহত তিন

গোপালগঞ্জ, ১৮ মে, ২০২৩ (বাসস) : জেলার মুকসুদপুরে বুধবার রাতে সিমেন্ট ভর্তি ট্রাকের ধাক্কায় লিটু ফকির (৪৫) নামে এক ঠিকাদার নিহত এবং তিনজন আহত হয়েছেন।
বুধবার রাত ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের  মুকসুদপুর উপজেলার কদমপুরের ভাঙ্গাপুলের কাছে এ দুর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এস,আই) সজীব  মন্ডল দুর্ঘটনার বিষযয়টি নিশ্চিত করেছেন।
নিহত ঠিকাদার লিটু ফকির ফরিদপুর জেলার সালথা উপজেলার কামাইরদিয়া গ্রামের খলিল ফকিরের ছেলে।
উপপরিদর্শক (এসআই) সজীব মন্ডল জানান, নিহত ঠিকাদার লিটু ফকির তার এস্কেভেটর নিয়ে মহাসসড়কের  উপর দাঁড়িয়ে ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিমেন্ট ভর্তি একটি ট্রাক(যশোর-ট-১১-৪৫৩৫) পিছন দিক থেকে এস্কেভেটরকে ধাক্কা দেয় ।
এতে ঠিকাদার লিটু ফকির ঘটনাস্থলে নিহত এবং অপর তিনজন আহত হন। পরে খবর পেয়ে মুকসুদপর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা  স্বাস্থ্য  কমপ্লে ক্সে ভর্তি করেন।
পরে নিহতের মরদেহ ভাঙ্গা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মরদেহের ময়না তদন্তে র জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
বাসস/এনডি/সংবাদদাতা/১১৫৫/নূসী