বাসস
  ১৮ মে ২০২৩, ১৪:৪৮

ভোলার লালমোহনে জেলেদের মাঝে বাছুর বিতরণ

ভোলা, ১৮ মে, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলার লালমোহন উপজেলায় আজ ১৭ জন জেলের মাঝে ১৭টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। দুপুর ১টায়  উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের মাঝে এসব গরুর বাছুর তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা মৎস্য অফিসার মো: রুহুল কুদ্দুস, উপজেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, প্রকল্পের মেরিন ফিসারিজ অফিসার মো: তানভির আহমেদ প্রমূখ।
এর আগে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন এবং স্বাস্থ্য সেবা নিতে আসা মানুষের সাথে কথা বলেন।