বাসস
  ১৮ মে ২০২৩, ১৬:৩৮

নীলফামারীর সৈয়দপুরে খামারিরা পেলেন মিল্ক ক্রিম সেপারেটর মেশিন

নীলফামারী, ১৮ মে, ২০২৩ (বাসস): জেলার সৈয়দপুর উপজেলায় দুগ্ধ উৎপাদনকারী দুই খামারি পেলেন মিল্ক ক্রিম সেপারেটর মেশিন।
বৃস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তার কার্যালয় চত্বরে ওই মেশিন প্রদান করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের আয়োজনে প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন সৈয়দপুর শহরের নয়াটোলা গ্রামের খামারি সাহিদ আজিজ ও বাঁশবাড়ী গ্রামের রাহিনুর বেগমের হাতে মেশিন তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রাণি সম্পদ দপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক, সৈয়দপুর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. শ্যামল কুমার রায়, খামারী মো. নয়ন ইসলাম প্রমুখ।