বাসস
  ১৮ মে ২০২৩, ১৮:৪৪

বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করেছে লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা

লক্ষ্মীপুর, ১৮ মে, ২০২৩ (বাসস) : জেলার রায়পুর উপজেলার চরপাতা মজিবুল হক একাডেমিতে প্রায় ২ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহকে লালকার্ড প্রদর্শন করে শপথগ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার দুপুরে শিক্ষার্থীদের বাল্যবিবাহ প্রতিরোধে শপথবাক্য পাঠ করান রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ।
গ্লোবাল এফেয়ার্স অব কানাডা ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের বাস্তবায়নাধীন সিওয়াইসিডিপির’র আওতায় কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্প ও ইপসা’র আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভা, শপথবাক্য পাঠ, বাল্যবিবাহ নিরোধ আইন, প্রতিরোধে করণীয় বিষয়ক তথ্য উপস্থাপন ও বুকলেট বিতরণ করা হয়। ‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাব স্বপ্ন নিয়ে, বাল্যবিয়ে প্রতিরোধ করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’  এসব শ্লোগানে বিভিন্ন প্রচারপত্র ও বাল্যবিবাহ প্রতিরোধে আইন ও বিধি-বিধান প্রদর্শন করা হয়।
মজিবুল হক একাডেমির প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন মজনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ, বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুলতানা জোবেদা খানম, চরপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মামুন রশীদ, ইপসা জেলা সমন্বয়কারী সাজেদুল আনোয়ার ভূঁঞা, বেসরকারি উন্নয়ন সংস্থা পিএসটিসি’র জেলা টিম লিডার তানিয়া আক্তার প্রমুখ।