বাসস
  ১৮ মে ২০২৩, ১৯:৫৫

জমে উঠেছে গাজীপুর সিটি নির্বাচন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত

গাজীপুর, ১৮ মে, ২০২৩ (বাসস) : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের আর মাত্র ৬দিন বাকি রয়েছে। শেষে মুহুর্তে মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। পুরো শহরে এখন বইছে নির্বাচনী উৎসবের আমেজ। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।  
ভোটের মাঠ ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় নৌকা প্রতীকে ভোট চাইছেন। 
মেয়র প্রার্থী এড. আজমত উল্লা খান আজ বৃহস্পতিবার টঙ্গীর বিসিক শিল্পনগরী এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও কর্মী সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদীকা মিনা মালেক, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক নিলিমা আক্তার লিলি, সাবেক কেন্দ্রীয় সদস্য রেবেকা সুলতানা, গাজীপুর মহানগর মহিলা লীগের সভাপতি সেলিনা ইউনুস, সাধারণ সম্পাদক ফাহিমা আক্তার হুসনা, সহ সভাপতি হাজী শিরিন শহীদ, যুগ্ম সম্পাদক নাজমা হোসেন প্রমুখ।
গণসংযোগ শেষে এক পথসভায় এড. আজমত উল্লা খান বলেন, স্মার্ট বাংলাদেশ ও আধুনিক নগর গড়তে হলে নৌকার কোন বিকল্প নাই। গাজীপুরবাসীর সুখে দুঃখে পাশে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আমি আশা করি গাজীপুরবাসী স্বাধীনতার পক্ষে ভোট দিবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন এ লক্ষ্যেই নৌকা প্রতীককে জয়লাভ করাতে হবে। 
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, গাজীপুরবাসীর কাছে প্রধানমন্ত্রীর উন্নয়ন তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে। নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, স্থানীয় সরকারের ১৮ বছরের পুরনো অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার নির্বাচিত হতে পারলে আধুনিক এক বাসযোগ্য নগরী গড়ে তুলবো।
এছাড়া জাতীয় পার্টির এমএম নিয়াজ উদ্দিন আজ বৃহস্পতিবার বেলা ১১টায় গাজীপুর মহানগরীর দক্ষিণ ছায়াবীথি সেন্ট্রাল পাবলিক কলেজের হলরুমে ইশতেহার ঘোষণা করেন। ইশতেহারে মেধাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সৃজনশীল আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা গড়ে তোলে শিক্ষার গুণগত মান উন্নয়নে বিশ্বমানের স্কুল, কওমি মাদ্রাসা, কলেজ ও গাজীপুর পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করাসহ নগরবাসীর নিরাপত্তা, যোগাযোগের উপযোগী নতুন নতুন রাস্তা, ফুটপাত নির্মাণসহ যানজট নিরসন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ওয়ার্ডভিত্তিক কমিউনিটি পুলিশের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
তফসিল অনুযায়ী আগামী ২৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। গাজীপুর সিটি নির্বাচনে মোট মেয়র প্রার্থী আটজন। ৫৭টি সাধারণ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর প্রার্থী ২৪৩ জন ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ডে নারী কাউন্সিলর প্রার্থীর সংখ্যা ৭৮ জন।