বাসস
  ১৮ মে ২০২৩, ২১:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের বিস্ময়কর উন্নয়নে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন

পটুয়াখালী, ১৮ মে, ২০২৩ (বাসস) : জেলার কলাপাড়া-রাঙ্গাবালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের ১৪ বছরেরও বেশি সময়ে বিস্ময়কর উন্নয়নের উল্লেখযোগ্য দিক তুলে ধরে স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। 
আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নের তথ্য জনগণের কাছে  পৌঁছে  দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া  প্রেসক্লাবের ইঞ্জিনিয়র  তৌহিদুর রহমান মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করা হয়। 
উন্নয়ন লিফলেট বিতরণের আগে সংসদ সদস্য মহিব্বুর রহমান তার বক্তব্যে বলেন,‘করোনা মহামারী ও ইউক্রেন যুদ্ধচলাকালে ধনী রাষ্ট্রগুলো যখন হিমশিম খেয়েছে তখন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বে কলাপাড়াসহ সারাদেশে বড় বড়  মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে আত্মনির্ভরশীল জাতি হিসেবে সক্ষমতার বার্তা দিয়েছেন। 
প্রকাশিত উন্নয়ন লিফলেটে পায়রা সমুদ্রবন্দর ও পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রসহ এখানকার উল্লেখযোগ্য ৭৬টি উন্নয়ন শিরোনাম তুলে ধরা হয়েছে। 
এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,  পৌরসভার  মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল  মোতালেব তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য মহিব্বুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী  শেখ হাসিনা এই এলাকার উন্নয়ন নিজে মনিটরিং করেন। আমি শুধু তার নির্দেশনা বাস্তবায়নে সর্বোচ্চ  চেষ্টা করে যাচ্ছি।’