শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৩ (বাসস) : ঐতিহাসিক ১৭ মে (১৯৮১) প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস, ২০ মে (১৯৭১) চুকনগর গণহত্যা দিবস ও ২৩ মে (১৯৭৩) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্ব শান্তি পরিষদের জুলিও কুরি শান্তি পদক প্রদান দিবস পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু পরিষদ এক আলোচনা সভার আয়োজন করেছে।
আগামীকাল সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে অনুষ্ঠেয় আলোচনা সভায় সম্মানিত অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, বিশিষ্ট সাংবাদিক ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এবং প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও লেখক অধ্যাপক মুনতাসির মামুন।