শিরোনাম
গাজীপুর, ১৯ মে, ২০২৩ (বাসস) : গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সম্পৃক্ততা ও কল্যাণের অঙ্গিকার নিয়ে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে ওঠছে গাজীপুর। মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সকাল থেকে রাত পর্যন্ত ব্যাপক প্রচার প্রচারণায় মুখুরিত হয়ে উঠছে পুরো শহর। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও ব্যাপক প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খানের পক্ষে দলীয় কাউন্সিলর প্রার্থী ছাড়াও দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পাড়া মহল্লায় নৌকা প্রতীকে ভোট চাইছেন।
আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আজমত উল্লাহ খান শুক্রবার টঙ্গী বাজার বড় মসজিদে জুম্মার নামাজ আদায় করে মধুমিতা মেঘা সিটি, জামাই বাজার, শ্যামল মার্কেট, সালামের আটারকল, ঝিনু মার্কেট, পশ্চিম গোলাপুর, টিএনটি মরকুন সরকারী প্রাথমিক বিদ্যালয়, মরকুন কবরস্থান, শিলমুন, স্টেশন গোল চত্বর, তিস্তারগেট, হাজী মার্কেট, বনমালা স্কুল মাঠ, দত্তপাড়া, লেদু মোল্লা রোড, এরশাদনগর, টেক পাড়া, গাজীপুরা বাসস্ট্যান্ড, গাজীপুরা প্রাথমিক বিদ্যালয়, শিকদার মার্কেটসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগসহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় আজমত উল্লা খান বলেন, আমি মেয়র নির্বাচিত হলে জিসিসির প্রতিটি ওয়ার্ড কমিশনার ও জিসিসির বিভিন্ন বিভাগের নির্বাহীগণও প্রতি মাসে জনতার মুখোমুখি হবেন। নগর ভবন সকল নগরবাসীর জন্য উন্মুক্ত থাকবে। ওয়ান স্টপ সেবা প্রদান করা হবে। নগরীর উন্নয়ন ও পরিকল্পনা প্রণয়নে নাগরিকদের সম্পৃক্ততা নিশ্চিত করা হবে।
অপরদিকে জাতীয় পার্টির মনোনীত মেয়র প্রার্থী এম এম নিয়াজ উদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও গাজীপুর মহানগরীর ১৯নং ওয়ার্ড সালনা কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় শেষে গণসংযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী মাওলানা গাজী আতাউর রহমান। গণসংযোগকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী সরকার শাহনুর ইসলাম রনি জুম্মার নামাজ শেষে কর্মী ও সমর্থকদের নিয়ে হায়দারাবাদ, মাজুখান, হারবাইদ, বিন্দান ও পূবাইল থানা এলাকায় (হাতি মার্কায়) ভোট চেয়ে গণসংযোগ করেন।
অপর স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন ছয়দানা (মালেকের বাড়ী) এলাকায় (টেবিল ঘড়ি) প্রতীকের প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম এক সংবাদ সম্মেলন করেন।