বাসস
  ২০ মে ২০২৩, ১৬:১৬

নাটোর আওয়ামী লীগ কার্যালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কম্পিউটার প্রদান

নাটোর, ২০ মে, ২০২৩ (বাসস) : নাটোর জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয়ের জন্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষ থেকে দুইটি কম্পিউটার প্রদান করা হয়েছে।
আজ শনিবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজানের নিকট কম্পিউটার হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় প্রতিমন্ত্রী পলক বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ শুরু করেছে সরকার। সকল পর্যায়ে এর সফল বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা যাতে স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক ভূমিকা পালন করতে পারে সেই লক্ষ্যে ল্যাপটপ প্রদান করা হলো।
প্রতিমন্ত্রী জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায়ও অংশগ্রহণ করেন। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি সভায় সভাপতিত্ব করেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর ও নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রতœা আহমেদ।