শিরোনাম
ভোলা, ২১ মে, ২০২৩ (বাসস) : জেলা সদরে আজ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক’র সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী। সভায় জেলা প্রশাসন, সকল সরকারি দপ্তরের প্রধানগণসহ কমিটির অনান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডা: কে এম শফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রিপন কুমার সাহা, জেলা এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো: ইব্রাহীম খলীল, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো: ইউনুছ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: হাসানুজ্জামান, জেলা তথ্য অফিসার মো: নুরুল আমিন প্রমখ।
সভায় স্ব স্ব সরকারি দপ্তর তাদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের বিবরণ তুলে ধরেন এবং নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার কথা বলা হয়। এছাড়াও জনদুর্ভোগ লাঘবে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।