বাসস
  ২২ মে ২০২৩, ১৮:১৬

শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জাসদের

ঢাকা, ২২ মে, ২০২৩ (বাসস): রাজশাহীতে বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদানের ঘটনার তীব্র নিন্দা এবং হুমকি প্রদানকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।
আজ সোমবার এক বিবৃতিতে জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি এই দাবি জানান।
তারা বলেন, বিএনপি তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং খালেদা-তারেকের মতোই হত্যা খুনের রাজনৈতিক পথেই আছে। বিএনপি ২১ আগস্টের গ্রেনেড হামলার মত হামলা চালিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা ও নিশ্চিহ্ন করার জঘন্য বর্বর রাজনীতিই করছে।
নেতৃদ্বয় বলেন, হত্যা-খুন-জঙ্গীবাদ-সন্ত্রাসবাদ উৎপাদন পুন:উৎপাদনের কারখানা বিএনপি সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির জন্য স্থায়ী বিপদ। তাই কোনো ছাড় না দিয়ে বিএনপিকে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনীতির মাঠ থেকে রাজনৈতিকভাবে বিদায় দিয়েই দেশে সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে নিরাপদ ও শক্তিশালী করতে হবে।