বাসস
  ২২ মে ২০২৩, ২২:০৩

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিষদের প্রতিবাদ ও নিন্দা

ঢাকা, ২২ মে, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বঙ্গবন্ধু পরিষদ।
বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক প্রফেসর আ ব ম ফারুক আজ এক বিবৃতিতে এই প্রতিবাদ ও নিন্দা জানান।
সম্প্রতি রাজশাহীতে এক সমাবেশে বিএনপির এক নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদান করে।
বিবৃতিতে তাঁরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে বিএনপি-জামায়াত ১৯ বার হামলা করেছে। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তিনি বার বার হামলা থেকে বেঁচে গেছেন।
বিবৃৃতিতে তারা আরো বলেন, আইন অনুযায়ী দেশের যে কোন নাগরিককে হত্যা প্রচেষ্টা বা হত্যার হুমকি দেওয়া জঘন্য অপরাধ।
বঙ্গবন্ধু পরিষদ এ ধরণের ঘৃণিত রাজনীতির অবসান চায় এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতা বিএনপির ওই নেতা ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে।
ক্ষমার অযোগ্য এই অপরাধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বঙ্গবন্ধু পরিষদ আগামীকাল বিকেল ৫টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশের আয়োজন করবে।