শিরোনাম
কুমিল্লা (দক্ষিণ), ২৩ মে, ২০২৩ (বাসস) : প্রত্যন্ত অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের কাজের গতিশীলতা বাড়াতে কুমিল্লার ১৭ উপজেলার ৪৫৪ জন গ্রাম পুলিশের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। আজ সকাল ১০টায় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে এসব বাই সাইকেল বিতরণ করা হয়।
এসময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, গ্রাম পুলিশ আমাদের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ঘটনা ও প্রয়োজনে সাধারণ মানুষকে সহায়তার পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনী ও প্রশাসনকে সহায়তা করে থাকে। বাল্য বিয়ে রোধ, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিষয়ে সচেতনতা, আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য সংগ্রহ ও প্রদানসহ নানান গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। এর আগে এ পুলিশ সদস্যদের ইউনিফর্মের পোশাক এবং জুতা দেয়া হয়েছিলো। এখন পর্যায়ক্রমে বাই সাইকেল দেয়া হলো।
এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বডুয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, সহকারী কমিশনার দেবাশীষ অধিকারিসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।