বাসস
  ২৩ মে ২০২৩, ১১:৫৭

বরুড়ায় ড্রেজারে মাটি উত্তোলনের অপরাধে জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ২৩ মে, ২০২৩ (বাসস) : জেলার বরুড়ায় ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে আজ সকাল সাড়ে ১০টায় উপজেলার দেওড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে ড্রেজার দিয়ে  মাটি উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক মোঃ জয়নাল আবেদীনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী বরুড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বাসসকে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর আলোকে ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অপরাধে ড্রেজার মালিক মোঃ জয়নাল আবেদীনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় সঙ্গীয় পুলিশ ফোর্সসহ স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা  ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।