শিরোনাম
ঝিনাইদহ, ২৪ মে ২০২৩ (বাসস) : জেলায় আজ প্রশিক্ষিত দুস্থ যুব মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের জেলা কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সেলাই মেশিন বিতরণ করা হয়।
জেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক বিলকিস আরার সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম।
আলোচনাসভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত চল্লিশজন যুব মহিলার মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়।