বাসস
  ২৪ মে ২০২৩, ১৯:০৫

নড়াইলে বোরো ধান ও চাল সংগ্রহ শুরু

নড়াইল, ২৪ মে ২০২৩ (বাসস): জেলায় আজ অভ্যন্তরীন বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার বিকালে নড়াইল খাদ্য গুদামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এ কার্যক্রম উদ্বোধন করেন নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরী।
জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মান্নান আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, সদর উপজেলা খাদ্য কর্মকর্তা পলাশ মুখার্জী, সদর  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিষেক বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ। 
জেলা খাদ্য দপ্তর সূত্রে জানা গেছে, এ বছর নড়াইল জেলায় সরকার নির্ধারিত মূল্য ৩০ টাকা কেজি দরে মোট চারহাজার দুইশ’ ৪২ মেট্রিক টন ধান এবং ৪৪ টাকা কেজি দরে পাঁচহাজার চারশ’ ১৯ মেট্রিকটন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।