শিরোনাম
নাটোর, ২৬ মে, ২০২৩ (বাসস) : জেলায় আজ এলার্জি ও এ্যাজমা চিকিৎসা ব্যবস্থাপনা বিষয়ে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সেমিনার আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের মেডিকেল এ্যাফেয়ার্সের সহকারি ব্যবস্থাপক ডা. রিয়াদ মোতালেব বলেন, আমাদের দেশে এলার্জিকে অবহেলা করে চিকিৎসাকে উপেক্ষা করা হয়। এলার্জি শুধু শীতকালীন নয় সারা বছরের সমস্যা। এলার্জি থেকে এ্যাজমা হওয়ার সম্ভাবনা তিন গুণ বেশী বৃদ্ধি পায়। আবার এ্যাজমা থেকে এলার্জি আক্রান্ত হওয়ার সম্ভাবনাও থাকে। সঠিক চিকিৎসার মাধ্যমে এলার্জি ও এ্যাজমাকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব, ক্ষেত্র বিশেষে সুস্থ্য হওয়াও সম্ভব।
বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন নাটোর জেলা কার্যালয়ের সভাপতি ডা. মো. মীর মোশারফ হোসেনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন। সেমিনারে স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আনিসুর রহমান সমন্বকারীর দায়িত্ব পালন করেন। বিডিএমএ নাটোর জেলা কার্যালয়ের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্রে সহকারি বিক্রয় ব্যবস্থাপক মো. তাহেরুল ইসলাম।