বাসস
  ২৭ মে ২০২৩, ০৯:৩৮
আপডেট  : ২৭ মে ২০২৩, ০৯:৪১

জয়পুরহাটে পারলা খাল পুন: খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে

জয়পুরহাট, ২৭ মে, ২০২৩ (বাসস) : জেলার ক্ষেতলাল উপজেলায় পারলা খাল পুন:খনন কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এতে উভয় পাশের প্রায় ১০ হাজার বিঘা জমি সেচ সুবিধার আওতায় আসবে।  
২০২২-২০২৩ অর্থ বছরে ভূ-উপরিস্থ পানি উন্নয়নের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর ও জয়পুরহাট জেলায় সেচ সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) এটি বাস্তবায়ন করছে। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ”পারলা খাল লিংক (সুরী জাংগাল)” খাল পুন:খনন কাজ শনিবার  সকাল ৯টায় পরিদর্শন করেন বিএমডিএ জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মাহফুজার রহমান, বিএমডিএ ক্ষেতলাল জোনের সহকারী প্রকৌশলী মুনসুর আলী সরদার ও জয়পুরহাট সদর উপজেলা সহকারী প্রকৌশলী মোস্তাক আহম্মদসহ সংশ্লিষ্ট উপ-সরকারী প্রকৌশলীরা। ৩ হাজার ২০০ মিটার ক্ষেতলাল উপজেলার ”পারলা খাল লিংক (সুরী জাংগাল)” খাল পুন:খনন কাজ সম্পন্ন হলে খালের উভয় পাশের ১০ হাজার বিঘা জমি ফসল সেচ সুবিধার আওতায় আসবে বলে জানান, বিএমডিএ জয়পুরহাট রিজিয়নের নির্বাহী প্রকৌশলী কাজী আশেকুর রহমান।