শিরোনাম
ঢাকা, ২৭ মে, ২০২৩ (বাসস) : বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের ২০২৩-’২৫ মেয়াদ’র জন্য ৯ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসাবে মোশতাক আহমেদ পুনঃ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফারুক আহম্মদ ভূঁইয়া।
আজ শনিবার বাংলাদেশ সংবাদ সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত বাসস এমপ্লয়ীজ ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা শেষে উপস্থিত সদস্যরা কন্ঠভোটে তাদেরকে নির্বাচিত করেন।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, মাকসুদুল আহসান (সহ-সভাপতি), আবদুল জব্বার (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. হেমায়েত হোসেন মোল্লা (সাংগঠনিক সম্পাদক) ও মো. রমজান হোসেন (কোষাধ্যক্ষ)। নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন, মো. বেলাল উদ্দিন, বুলবুল আহমেদ ও মো. ইমামুল হক বিপ্লব।