বাসস
  ২৮ মে ২০২৩, ১৪:০১

নীলফামারীতে আওয়ামী লীগের ব্যতিক্রমী উদ্যোগ

নীলফামারী, ২৮ মে, ২০২৩ (বাসস) : সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগটা ব্যতিক্রমী। বিভিন্ন অনুষ্ঠানের জন্য ফুল ও ক্রেস্ট কেনার টাকা বাচিয়ে তারা মানবতার সেবায় ডায়াবেটিক হাসপাতালে দান করেছে।
নীলফামারী ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভায় গতকাল নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের মাধ্যমে সমিতির সাধারণ সম্পাদক ডা. মজিবুল হাসান চৌধুরীর হাতে ২ লাখ টাকা প্রদান করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান।
সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের অনুপ্রেরণায় দলের নেতৃবৃন্দ বিভিন্ন অনুষ্ঠানের ফুল এবং ক্রেস্ট কেনা থেকে বিরত থাকেন। এমন উদ্যোগে গত তিন মাসে ওই ফুল এবং ক্রেস্ট কেনার বাচানো টাকা জমে ১ লাখ ৮৮ হাজার। দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আরও ১২ হাজার টাকা যুক্ত করে মোট ২ লাখ টাকা মানুষের সেবায় প্রদান করে নীলফামারী ডায়াবেটিক হাসপাতালে।