বাসস
  ২৮ মে ২০২৩, ১৫:৫০

পিরোজপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

পিরোজপুর, ২৮ মে, ২০২৩ (বাসস) : জেলায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন  করা হয়। 
এ উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে  সকাল ১০টায়  আলোচনা সভা ্অনুষ্ঠি হয় অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ হাসনাত ইউসুফ জ্যাকি, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস, জাতীয় গোয়েন্দা সংস্থার যুগ্ম পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী রেবেকা খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল মুকিত, অতিরিক্ত জেলা প্রশাসক মাধবি রায়, সরকারি সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক শাহীন রেজা, সাংবাদিক গৌতম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক সেন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, জেলা যুবলীগের সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য গোপাল বসু, সাংবাদিক এস.এম পারভেজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের  সভাপতি রাসেল পারভেজ রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি, অনিরুজ্জামান অনিক, শিক্ষার্থী ধ্রুবজ্যোতি বিশ^াস প্রমুখ বক্তব্য রাখেন।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহেদুর রহমান বলেন বঙ্গবন্ধুর কর্মময় জীবন, স্বাধীনতা সংগ্রাম ও অর্জনসহ সবকিছুই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে হবে। এ আলোচনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং যোগ্য নাগরিক হিসেবে নিজেদের তৈরি করতে হবে। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু জুলিও কুরি প্রাপ্তি নিয়ে শিক্ষার্থীদের রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং জুলিও কুরি প্রাপ্তির উপরে ডাক বিভাগের ডাকটিকেট উন্মোচন করা হয়।