শিরোনাম
ফেনী, ২৮ মে, ২০২৩ (বাসস) : বেকারিজাত পণ্য উৎপাদনে সার্টিফিকেশন লাইসেন্স না থাকা, অনুমোদন ব্যতিত বিএসটিআই মানচিহ্ন ব্যবহারের অপরাধে দাগনভূঞায় আল-আরাফা বেকারিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ দুপুরের দিকে দাগনভূঞা উপজেলার নোয়াখালী রোডে উক্ত প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মেহনাজ শারবীন। অভিযান সমন্বয় করে বিএসটিআই কুমিল্লা দপ্তর। অভিযানে প্রসিকিউটর ছিলেন বিএসটিআই কুমিল্লা কার্যালয়ে দায়িত্বরত ফিল্ড অফিসার (সিএম) কাজী মো. শাহান।
বিএসটিআই কুমিল্লা দপ্তর সূত্র জানায়, প্রতিষ্ঠানটি ব্রেড, বিস্কুট ও কেক পণ্যের গুনগত মানযাচাই পূর্বক সিএম লাইসেন্স গ্রহণ করেনি। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করছিল। অভিযানকালে আদালতের নির্দেশে রঙ যুক্ত কেক’র কাগজ জব্দ করে ধ্বংস করা হয়েছে।