শিরোনাম
ভোলা, ২৯ মে, ২০২৩ (বাসস) : জেলার বোরহানউদ্দিন পৌরসভায় আজ ২০২২-২৩ অর্থবছরের জাটকা (ছোট ইলিশ) আহরণে বিরত থাকা ৬৬৩ জেলে পরিবারের মাঝে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে। এপ্রিল-মে এ দুই মাসের জন্য বরাদ্দ ৪০ কেজি করে মোট ৮০ কেজি করে চাল পাচ্ছে প্রত্যেক জেলে পরিবার। সোমবার বেলা ১১ টায় পৌরসভা চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
বোরহানউদ্দিন পৌর মেয়র মো: রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, উপজেলা মৎস্য অফিসার আলী আহমেদ আখন্দ, পৌরসভার নির্বাহী কর্মকর্তা প্রণয় কুমার সাহা, ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, মো: মিরাজ প্রমূখ।
উল্লেখ্য, প্রতিবছর ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ৮ মাস জাটকা (১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ) শিকার, পরিবহন, মজুদ, বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এ মৌসুমেও গতবছরের নভেম্বর থেকে চলছে নিষেধাজ্ঞা, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।