বাসস
  ২৯ মে ২০২৩, ১৩:৪৯

বরগুনায় পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনা, ২৯ মে, ২০২৩ (বাসস) : জেলার আমতলী উপজেলায় আজ দুপুরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আমতলী উপজেলা আফিসার্স ক্লাবের মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে দুপুর ১২ টায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মুনয়েম সাদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলীর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মজিবর রহমান।
সভায় অন্যান্যর  মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংস্থা এনএসএস’র নির্বাহি পরিচালক অ্যাড. শাহাবুদ্দিন পান্না, প্রেসক্লাবের সভাপতি ও বাসস-বরগুনার সংবাদদাতা একেএম খায়রুল বাশার বুলবুল, সাংবাদিক ইউনিয়নের সভাপতি জসিম সিকদার, ওয়ার্লড ভিশনের প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার প্রমুখ।
সভাটির সহযোগিতায় ছিলো উন্নয়ন সংস্থা এনএসএস ও দাতা সংস্থা ওয়ার্লড ভিশন, আমতলী-এপি। তথ্যচিত্র তুলে ধরেন ওয়ার্লড ভিশন বরিশালের ফিল্ড টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট ডা. শংকর কুমার সাহা।