শিরোনাম
কুষ্টিয়া, ২৯ মে, ২০২৩ (বাসস): জেলার দৌলতপুর উপজেলায় জমিসংক্রান্ত দ্বন্দের জেরে সৎভাইকে কুপিয়ে হত্যার দায়ে মো: মিলন হোসেন (৩৭) নামে অপর সৎভাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
সোমবার বিকেল ৪টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমীন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষনা করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী বাসসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
সাজাপ্রাপ্ত আসামী দৌলতপুর উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো: নান্দু মন্ডলের ছেলে মো: মিলন হোসেন (৩৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১১ এপ্রিল সকাল ৭টায় উপজেলার জামালপুর কান্দিপাড়া গ্রামের বাসিন্দা মো: নান্দু মন্ডলের প্রথম স্ত্রীর ছেলে নিহত ফামিদ হোসেন (৪২) বাড়ির পাশে চায়ের দোকানে বসে চা পান করার সময় হঠাৎ পেছন থেকে নিহতের সৎ ভাই মিলন ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত ফামিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ফামিদকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদি হয়ে ২০২১ সালের ১২ এপ্রিল দৌলতপুর থানায় আসামী মিলনসহ দুইজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দৌলতপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মো: জিয়াউর রহমান ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর ২ জনের বিরুদ্ধে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ এনে আদালতে চার্জশীট দাখিল করেন।
রাষ্ট্রপক্ষের কৌসুলি এ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ‘পৈত্রিক জমিসংক্রান্ত দ্বন্দের জেরে পূর্ব পরিকল্পিতভাবে সৎভাইকে ধারালো অস্ত্রের আঘাতে কুপিয়ে হত্যার দায়ে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় সৎভাই মিলন হোসেনের মৃত্যুদন্ড এবং অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর আসামী সোহেল রানাকে বেকসুর খালাস দিয়েছে আদালত।