বাসস
  ২৯ মে ২০২৩, ১৯:২০

মহাখালীতে এক শিশুর মৃত্যু 

ঢাকা, ২৯ মে, ২০২৩ (বাসস): রাজধানীর মহাখালীতে নির্মাণাধীন  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের (উড়াল সেতু) ওপর থেকে লোহার রড  পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স ১১ বছর। প্রাথমিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
আজ সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মহাখালি ব্রিটিশ টোব্যাকোর সামনে উড়াল সেতুর নিচে এই দুর্ঘটনা ঘটে।
পথচারীরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১টায় তার মৃত্যু হয়। 
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন। 
রডটি ওপর থেকে পড়ে মাথার একদিক দিয়ে ঢুকে অন্যদিক দিয়ে বেরিয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ওসি মো. বাচ্চু মিয়া জানান, মহাখালি থেকে একটি শিশুকে আহত অবস্থায় কয়েকজন পথচারী ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর পৌনে ১ টার দিকে তার মৃত্যু হয়।