বাসস
  ২৯ মে ২০২৩, ১৯:২১

জাতির পিতার সমাধিতে কিশোরগঞ্জ বশেমুরবির শ্রদ্ধা 

টুঙ্গিপাড়া, (গোপালগঞ্জ) ২৯ মে,২০২৩ (বাসস) : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কিশোরগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবি) পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।
পরে পবিত্র ফাতেহাপাঠ করে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের জন্য প্রার্থনা করা হয়।  
শ্রদ্ধা নিবেদনের সময় কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, প্রো-ভাইস চ্যান্সেলর মো. নুরুজ্জামান ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুস সামাদ, ট্রেজারার অধ্যাপক মো. ইমান আলী,  বীর মুক্তিযোদ্ধা  অধ্যক্ষ মো. আব্দুল হক,  অর্থ মন্ত্রণালয়ের যুগ্নসচিব হোমায়রা বেগমসহ বিশ্বিদ্যিালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।