বাসস
  ৩১ মে ২০২৩, ১৩:৫০

বানিয়াচংয়ে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই

হবিগঞ্জ, ৩১ মে, ২০২৩ (বাসস) : জেলার বানিয়াচং উপজেলার ইকরাম বাজারে গতরাতে অগ্নিকান্ডে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। 
ইকরাম গ্রামের ব্যবসায়ী বিশ্বজিৎ দাশ জানান, মঙ্গলবার রাত ১২টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে বাজারের ৪টি মুদি দোকান,৩টি সেলুন,১টি করে ফার্ম্মেসী ও ইলেকট্রনিক সামগ্রীর দোকান পুড়ে গেছে। এতে ব্যাপক ক্ষতি হয়েছে। তার নিজের ব্যবসা প্রতিষ্ঠানও পুড়ে গেছে।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।