বাসস
  ৩১ মে ২০২৩, ১৪:৩৯

পাবনায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

পাবনা, ৩১ মে ,২০২৩(বাসস) : “তামাক নয় খাদ্য ফলান” এ প্রতিপাদ্যে পাবনায়  আজ পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২৩। 
সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে। র‌্যালী শেষে জেলা প্রশাসকের  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  
 জেলা প্রশাসক বলেন, তামাক অধিকাংশ ক্ষেত্রেই ক্ষতিকারক। শিক্ষকদের তামাক নিয়ন্ত্রণে গুরুত্বপুর্ণ ভুমিকা পালন করতে হবে। এ ব্যাপারে সবাইকে সচেতন থাকবে হবে।  তামাকের পরিবর্তে অন্য ফসল ফলালে দেশ এবং কৃষক উভয়ই লাভবান হবে। 
জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার মো. মামুন সরকারের উপাস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শরীফ আহমেদ, এএসপি হাসিবুল বেনজির, ডেপুটি সিভিল সাজন ডা. মো খায়রুল কবীর,  বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, মো. আব্দুল মজিদ প্রমূখ।