শিরোনাম
শরীয়তপুর, ২ জুন, ২০২৩ (বাসস) : শরীয়তপুর-চাঁদপুর রুটে শুক্রবার রাত ১২টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ফেরি চলাচল ৩০ ঘন্টা বন্ধ থাকবে ।
ওয়েস্টার্ণ বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্টপ্রজেক্ট প্রকল্প পরিচালক খান মো. কামরুল আহসান এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শরীয়তপুর- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের নির্মাণাধীন বালারবাজার সেতুর ডাইভারসন সড়কের বেইলি সেতু মেরামতের জন্য শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে শরীয়তপুরের সখিপুর থানার বালারবাজার সড়কের অংশসহ শরীয়তপুর ইব্রাহিমপুর-চাঁদপুর হরিণাঘাট দিয়ে ৩০ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকবে।
তবে রোববার সকাল ৬টার পর থেকে আবার স্বাভাবিক হবে বলেও জানানো হয়।তাই এই সড়ক দিয়ে চলাচলকারী সকল দূরপাল্লার চালকদেরকে বিকল্প পথ ব্যবহারের জন্যঅনুরোধ জানানো হয়েছে।