শিরোনাম
নড়াইল, ৩ জুন ২০২৩ (বাসস) : জেলায় আজ মহান জাতীয় সংসদে গণমুখী ও জনবান্ধব বাজেট পেশ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ-মিছিল করেছে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ শনিবার বিকালে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বর থেকে আনন্দ-মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একইস্থানে গিয়ে শেষ হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম পলাশের পরিচালনায় বক্তব্য রাখে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামী লীগের সসদস্য মোল্যা মাসুদুল হাসান সাবু-সহ দলীয় নেতৃবৃন্দ।
এ কর্মসূচিতে দলীয় নেতাকর্মি-সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশগ্রহন করেন।